লন্ডনের নবনির্বাচিত প্রথম মুসলিম মেয়র সাদিক খানের জন্য 'বিকল্প ব্যবস্থা' থাকবে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার পক্ষে থাকলেও সাদিক খানের জন্য 'বিকল্প ব্যবস্থা' রাখা হবে।
প্যারিসে ইসলামপন্থী জঙ্গিদের হামলার পর ট্রাম্প তার জন সভায় ঘোষণা দেয়, প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ বন্ধ করা হবে। তার এই বক্তব্যের তীব্র সমালোচনা হলেও এই সিদ্ধান্ত থেকে এখনও সরে আসেননি তিনি।
এদিকে লন্ডনের মেয়র হবার পর সাদিক খান টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমেরিকার মেয়রদের সঙ্গে দেখা করতে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আমি আমেরিকায় যেতে চাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হলে আমার ধর্মীও বিশ্বাসের কারণে আমি সেখানে প্রবেশ করতে পারব না।'
তার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, 'এখানে সর্বদাই বিকল্প ব্যবস্থা থাকবে।' এ সময় তিনি জানান, সাদিক খানের লন্ডনের মেয়র হওয়ায় তিনি 'খুশি'। তিনি আরো বলেন, 'সে যদি ভাল কিছু করে, সে যদি অসাধারণ কিছু করে; তবে তা হবে ভয়ঙ্কর বিষয়।'
উল্লেখ্য, লন্ডনের মেয়র নির্বাচনে কনজারভেটিভ প্রার্থীকে ৩ লাখ ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। বিবিসি
আরও পড়ুন: