আপনজন ডেস্ক: পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, কর্মকর্তাদের ভাষ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পঞ্জগুরের পারুম জেলায় একটি বাঁধ নির্মাণ সাইটে এ ঘটনা ঘটে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, নিহতরা বাঁধটির রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। হতাহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত দুইজন বর্তমানে নিরাপদ রয়েছেন।
তিনি আর বলেন, জেলার প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত পৌঁছেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতি এ ঘটনাকে ‘নিন্দনীয় ও অমার্জনীয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা উন্নয়ন ও শান্তির বিরুদ্ধে। ওরা রাতের অন্ধকারে নিরীহ মানুষকে নিশানা বানায়।
এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা কখনোই তাদের ঘৃণ্য উদ্দেশ্যে সফল হতে পারে না। সন্ত্রাসীদের রেহাই দেওয়া হবে না। তাদের অবশ্যই অন্যায় রক্তপাতের জবাবদিহি করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct