আপনজন ডেস্ক: ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা ইউএনআরডব্লিউএ’র ((UNRWA)) কার্যক্রম নিষিদ্ধ করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। সোমবার পাস হওয়া এই আইনে বিলের পক্ষে ভোট পড়েছে ৯২টি। বিপক্ষে পড়েছে ১০ ভোট। এই বিল পাসের মাধ্যমে গাজাসহ অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম কার্যত বন্ধ হতে পারে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা, ইউএনআরডব্লিউএকে নিষিদ্ধ করার একটি আইন পাস হয়েছে। এই বিল পাসের মাধ্যমে গাজাসহ অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম বন্ধ হতে পারে।
বিলটি পাসের পর ইসরায়েলি আইনপ্রণেতা ইউলি এডেলস্টেইন দাবি করেন, হামাসের সঙ্গে ইউএনআরডব্লিউএ’র একটি গভীর সংযোগ রয়েছে, যা ইসরায়েল কখনোই মেনে নেবে না। ইসরায়েলি আরেক আইনপ্রণেতা বোজ বিসমুথ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ ইউএনআরডব্লিউএকে যেভাবে দেখে, ইসরায়েলিরা সেভাবে দেখে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct