আপনজন ডেস্ক: ইরানে শান্তিতে নোবেলজয়ী কারাবন্দি নার্গিস মোহম্মাদি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইরানের এই অ্যাক্টিভিস্টের পক্ষে প্রচারণা চালানো একটি গ্রুপের এ তথ্য জানিয়েছে বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে। ফ্রি নার্গিস কোয়ালিশন নামের গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, নার্গিসের একাধিক শারিরীক সমস্যা রয়েছে। এ জন্য অবশ্যই তাকে হাসপাতালে যেতে অস্থায়ী মুক্তি দিতে হবে। তবে অবহেলা এবং বঞ্চনার কারণে নার্গিসের যে স্বাস্থ্যহানি হয়েছে, শুধু হাসপাতালে স্থানান্তর করলেই তার সমাধান হবে না। ৫১ বছর বয়সি নার্গিস মোহাম্মাদি পেশায় লেখক ও প্রথম সারির একজন মানবাধিকারকর্মী, বিশেষ করে ইরানের নারীদের প্রতি নানা রকম শোষণ, বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইরানের নার্গিস। নোবেল পুরস্কার পেলেও তাকে নরওয়ে গিয়ে পুরস্কার গ্রহণের অনুমতি দেয়নি দেশটি। তাই তার যমজ সন্তান, আলি এবং কিয়ানাই মায়ের হয়ে পুরস্কার নিয়েছিলেন। বর্তমানে ইরানের এভিন কারাগারে বন্দি রয়েছেন নার্গিস। এই কারাগারে রাজনৈতিক বন্দি এবং পশ্চিমা ঘনিষ্ঠ ব্যক্তিদের রাখা হয়। নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করায় তাকে বেশিরভাগ সময় কারাগারে থাকতে হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct