এহসানুল হক , বসিরহাট, আপনজন: একটি বেসরকারি চ্যানেল যত গালাগালি করবে আমরা ততই এগিয়ে যাব, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত হবে। কেননা আমরা কাজ করছি বলেই আলোচনা হচ্ছে, যেদিন বুঝবো ওরা গালাগালি করছে না, তখন মনে করব তৃণমূল কংগ্রেস নডবড়ে হয়ে গিয়েছে। এভাবেই একটি টিভি চ্যানেলকে প্রকাশ্যে আক্রমণ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপোতায় তপবন বিদ্যামন্দিরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন অনুষ্ঠানে যোগ দিতে। এদিন আরো বলেন, তৃণমূল কংগ্রেস যে ছটি জায়গায় উপ নির্বাচনে প্রার্থী দিয়েছে সবকটিতে ব্যাপক ভোটে জয়লাভ করবে। আপনারা দেখেছিলেন, লোকসভা ভোটে কুৎসা থেকে শুরু করে বিভিন্ন রকমের চক্রান্ত করেছিল বিজেপি থেকে বিভিন্ন বিরোধী দলেরা। তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করেছে। মানুষ আমাদের সাথে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে মানুষ রয়েছে। তাই তাদের ধাপ্পাবাজ আর মিডিয়ার মিথ্যা বুলি মানুষ খাবে না। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বসিরহাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল, বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ ছাড়াও একাধিক বিশিষ্ট জনেরা। একই দিনে বসিরহাট টাউন হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানেও আসেন সাংসদ পার্থ ভৌমিক, এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, বসিরহাট পৌরসভার তৃণমূল সংখ্যালঘু সেলের বসিরহাট সাংগঠনিক সভাপতি ইয়াকুব আলী খান, টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ একাধিক কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এদিন বশিরহাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল বলেন, আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসিরহাটের খোলাপোতায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তৃণমূল কংগ্রেসের যারা একা নিষ্ঠ কর্মী এবং পুরনো কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। যাতে আমরা সবাই একসাথে মিলে তৃণমূল কংগ্রেসের ছায়া তলায় আসতে পারি। আমরা একটা পরিবার। এই বিশেষ অনুষ্ঠান থেকে সকলকে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct