সুভাষ চন্দ্র দাশ , গোসাবা, আপনজন: বিধানসভা এলাকাতে ডানা ঝড়ের আক্রমণে কতটা ক্ষতি হয়েছে তা দেখার জন্য সরজমিনে উপস্থিত হয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মঙ্গলবার যখন গোসাবা বিডিও অফিসে আসেন তখনই তাঁর সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলেরই বেশ কিছুকর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার গোসাবা বিডিও অফিসের সামনেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার কিংবা আটক করতে পারিনি পুলিশ।
স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, ডানা ঝড়ে সুন্দরবন এলাকার বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, বিধায়ক সুব্রত মন্ডল, সাংসদ প্রতিমা মন্ডল এবং জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি ছিলেন বিডিও অফিসে। মন্ত্রী ও বিধায়করা বিডিও অফিসে উপস্থিত হওয়ার সময়ই তাদের সামনে বিক্ষোভ দেখায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। যারা মূলত বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তাদের দাবি এলাকায় আবাস যোজনা দুর্নীতি হচ্ছে। একশো দিনের কাজ করে টাকা মেলেনি। তাছাড়াও দলীয় নেতৃত্বের এক অংশের বিরুদ্ধেও তারা বিক্ষোভ দেখান।
ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে বের হয়ে এইভাবে বিক্ষোভের মুখে পড়তে হবে তা’ বুঝতে পারেননি স্বয়ং মন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘কিছু মানুষ দাবি জানাতে এসেছিলেন আমি তাদের কথা শোনার জন্যই এসেছি। এখানে কোন বিক্ষোভ ঘটেনি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct