আপনজন ডেস্ক: উত্তরাখণ্ডের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একটি ভবনের নির্জন সিঁড়িতে এক ছাত্রীর নামাজ পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। উত্তরাখণ্ডের রুরকি জেলার কোয়ান্টাম বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্রীর অনুমতি ছাড়াই ভিডিওটি তোলা হয়েছিল এবং তা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় ওই ছাত্রীর নামাজ পড়ার দৃশ্য ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিপুল সংখ্যক শিক্ষার্থী তার প্রতিবাদ জানাতে বিশ্ববদ্যিালয় চত্বরে জড়ো হয়। এবার তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে নামাজ পড়ার প্রতিবাদ জানিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ভবনের প্রথম তলায় ওঠার মাঝখানের চওড়া প্ল্যাটফর্মে ওই ছাত্রী কাউকে বিরক্ত না করে নীরবে নামাজ আদায় করে যাচ্ছেন। তখন অবশ্য আশে পাশে বা সিঁিড়তে উঠকে কাউকে দেখা যায়নি। অন্যদিকে, প্রতিবাদ জানানো ছাত্রদের ভিডিওও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় প্রতিবাদকারীদের বেশিরভাগই ছেলে। আর তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে কলেজ কর্তৃপক্ষের সামনে। তবে, বিপুল সংখ্যক ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এ বিষয়ে সংবাদমাধ্যম কোয়ান্টাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি সার্কেল অফিসার বিবেক কুমারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct