আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে মাদ্রাসার পর এখন মক্তব (নার্সারি এবং প্রাক-নার্সারি) এটিএস-এর রাডারে। এই সব স্কুলের তদন্ত করবে এটিএস। এটিএস সাহারানপুরে ১১৮টি, শামলিতে ১৯০টি এবং পশ্চিম ইউপির মুজাফফরনগরে ১৬৫টি মক্তব তালিকাভুক্ত করেছে। দেওবন্দ এটিএস সাহারানপুর বিভাগে মোট ৪৭৩টি মক্তব পরিদর্শন করবে। দেওবন্দ এটিএস সাহারানপুর বিভাগের তিনটি সংখ্যালঘু কর্মকর্তার কাছে রেকর্ড চেয়েছে।
সাহারানপুরের দেওবন্দে ১১৮টি মক্তব রয়েছে। তাদের আয়ের উৎস নিয়ে তদন্ত শুরু হয়েছে। এটি এটিএস দ্বারা প্রাপ্ত গোয়েন্দা তথ্যের প্রাপ্তির নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটিএস বেশ কয়েকটি স্কুলে তদন্ত করে। এ সম্পর্কে প্রতিবেদন সরকারের কাছে পাঠানো হয়েছে। এখন সব মক্তবে তল্লাশি চালাচ্ছে এটিএস। জেলা সংখ্যালঘু আধিকারিক সুমন গৌতম বলেন, আমাদের কাছে যে তালিকা চাওয়া হয়েছিল, আমরা তা দিয়েছি। সাহারানপুরের ১১৮টি মক্তবের তালিকা তৈরি করে এটিএস-কে দেওয়া হয়েছিল। এর মধ্যে কয়েকটি ক্ষেত্রে তদন্ত শেষ করে প্রতিবেদন সরকারের কাছে পাঠানো হয়েছে। এসব বিদ্যালয়ের তদন্তে ৮ দফা বিষয় নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল, কেন তারা সরকারি স্বীকৃতি পেল না? এসব কেন্দ্র পরিচালনার জন্য অর্থ আসছে কোথা থেকে? এই মক্তবগুলো কতদিন ধরে কাজ করছে? এই মক্তবগুলি উত্তরপ্রদেশের শিক্ষা বিভাগে নার্সারি স্কুল হিসেবে নাম নথিভুক্ত করেনি কেন প্রভৃতি।
উল্লেখ্য, এর আগে মাদ্রাসার ওপর একটি সমীক্ষা করা হয়েছিল। আগের সমীক্ষায় ৮ হাজার ৪৪১টি মাদ্রাসা শনাক্ত ছাড়া পাওয়া গেছে। ইউপিতে অস্বীকৃত মাদ্রাসার সমীক্ষা ২০ অক্টোবর ২০২২-এ শেষ হয়েছে। ১ মাস ৫ দিন ধরে চলা এই সমীক্ষায় রাজ্যে প্রায় ৮৪৪১ টি মাদ্রাসা পাওয়া গেছে যা সরকার স্বীকৃত নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct