আপনজন ডেস্ক: সোমবার দক্ষিণ দিনাজপুরের একটি মন্দিরে গণ-পশুবলি নিষিদ্ধ করার দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানি হল সোমবার। আবেদনকারীর আইনজীবী আদালতকে জানান, দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী মন্দিরে প্রতি নভেম্বর মাসের রাস পূর্ণিমার পর শুক্রবার ছাগল ও মহিষ সহ ১০ হাজারেরও বেশি পশু বলি দেওয়ার উৎসব পালন করা হয়। সেটি নিষিদ্ধ করার আর্জি জানান। হাইকোর্ট বিষয়টি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠিয়েছে, যেখানে একই ধরনের আবেদনের শুনানি চলছে। বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অজয় কুমার গুপ্তকে নিয়ে এই বেঞ্চ গঠিত হয়। পশু বলি উৎসর্গ ‘অত্যাবশ্যকীয় ধর্মীয় প্রথা’ কিনা তা নিয়ে যুক্তিতর্ক চলছিল। অখিল ভারত কৃষি গো সেবা সংঘ নামে একটি সংগঠন এই জনস্বার্থ মামলা দায়ের করেছিল। বিচারপতি বসু যদিও বলেছেন, ২৮ধারায় (পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০) কোনও সম্প্রদায়ের ধর্মের প্রয়োজনে কোনও প্রাণীকে হত্যা করা অপরাধ হিসাবে গণ্য করবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct