প্লাস্টিক পচনশীল নয়। আর এটাই এখন গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় সেনা। প্লাস্টিককে ব্যবহার করে তারা এবার রাস্তা তৈরির কাজ করছে। এরইমধ্যে নারাঙ্গি মিলিটারি স্টেশনে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তাও তৈরি করে ফেলেছে তারা। পিচ তৈরিতে বিটুমিনের জায়গায় ১.২৪ মেট্রিক টন প্লাস্টিক ব্যবহার করেছেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের কর্মকর্তারা। আর এতে তারা যথেষ্ট সাফল্যও অর্জন করেছে।আগামী দিনে দেশের অন্যান্য জায়গাতেও এভাবে প্লাস্টিকের সাহায্যে রাস্তা তৈরি হতে দেখা যেতে পারে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৬ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। আর প্লাস্টিক বর্জ্য উৎপাদিত দেশের তালিকায় পৃথিবীতে পঞ্চম স্থানে রয়েছে ভারত।