সুব্রত রায় , কলকাতা, আপনজন: মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কালীপুজোর উদ্বোধন করেন। তিনি রাজ্যের বিরোধী দল ও সমালোচকদের বলেন, আমাকে বদনাম করতে গিয়ে বাংলাকে বদনাম করবেন না। মুখ্যমন্ত্রী একটি পুজোর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন,’আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুত আপামর বাংলা।
মায়ের আশীর্বচন সকলের জীবনে বর্ষিত হোক। মা দিগম্বরীর পুণ্যাশিসে সঞ্চারিত হোক নতুন আশার আলো, সমস্ত মলিনতা ধুয়ে যাক আলোর এই ঝরনা ধারায়। সৌভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক বাংলায়। মা-মাটি-মানুষের শুভকামনায় ব্রতী হয়ে ন্যায়ের প্রতিপালিকা মায়ের কাছে আমার এই প্রার্থনা যে - সকল দ্বেষ-গ্লানি থেকে মুক্ত হোক এই সমাজ।’তিনি আরো বলেন,কালীপুজো, দীপাবলি, ভ্রাতৃদ্বিতীয়া এবং ছটপুজোর আগাম শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। মঙ্গলবার গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, ইন্ডিয়া ক্লাব, ভেনাস ক্লাবের কালীপুজোর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন একটি পুজোর উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে ধামসা বাজান মুখ্যমন্ত্রী।মঙ্গলবার জানবাজারে মুখ্যমন্ত্রী কালীপুজোর উদ্বোধনী এসে রানী রাসমনির প্রসঙ্গ তুলে জান বাজারের ইতিহাস সবার সামনে ব্যক্ত করেন। তাকে বলতে শোনা যায় বিরোধীদের মধ্যে কেউ কেউ বাংলার বদনাম করছে তাদের বলব বাংলাটাকে নিজের ভাবুন। আজও বাংলা যা পারে তা কেউ পারেনা। কলকাতা নিয়ে আমরা গর্ববোধ করি ।বাংলার বেশিরভাগ জায়গায় গর্ব করার মত। কিন্তু কেউ কেউ এটা নিয়ে আবার রাজনীতি করে। তখন ছন্দ পতন ঘটে। আমি আবেদন করব বাংলায় যারা থাকবেন তারা বাংলাটাকে নিজের ভাববেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct