নিজস্ব প্রতিবেদক , কোচবিহার, আপনজন: সোমবার কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া তথা এসআইও-এর কোচবিহার জেলা সংগঠনের এক প্রতিনিধি দল । সংগঠনটির পক্ষ থেকে মুহাম্মদ সা.-এর এক বার্তাবাহক শিরোনামে নবীজীবনী , মোমেন্টো, সংগঠন পরিচিতি, রেজোন্যান্স, মাসিক ম্যাগাজিন যুবপ্রত্যাশা তুলে দেয়। এছাড়াও এই সাক্ষাতে জেলা তথা রাজ্যের সমসাময়িক ইস্যুতে সংগঠনের পক্ষ থেকে ছাত্রদের দাবীদাওয়া সম্বলিত ও ছাত্রদের দ্বারা রচিত ইস্তেহার স্টুডেন্টস্ ম্যানিফেস্টো তুলে দেয়। এ ব্যাপারে কোচবিহারের সমাজবিদ কাওসার আলম ব্যাপারী বলেন, ‘এসআইও একটি আদর্শিক সর্বভারতীয় ছাত্র সংগঠন । স্টুডেন্টস্ ম্যানিফেস্টো মাননীয় সাংসদেরকাছে তুলে দেয়া একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এসআইও - এর মতো অন্য ছাত্র সংগঠন গুলোর এ রকম বিষয়ে উদ্যোগী হওয়া জরুরি।’
এদিন এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি সাকিল আহম্মেদ, জেলা সম্পাদক ফারুক আব্দুল্লাহ, জনসংযোগ সম্পাদক আশরাফুল হক, শিক্ষাঙ্গন সম্পাদক উমার ফারুক, জেলা কমিটির সদস্য ইলিয়াস খন্দকার ও দিনহাটা ব্লক সম্পাদক আব্দুর রহিম বাদশা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct