সন্ন্যাসী কাউরী , ডেবরা, আপনজন: ডেবরা ব্লকের জয়েন্ট বিডিও এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ কর পুনরায় প্লাবিত এলাকা পরিদর্শন করার পরেই বাঁধ মেরামতির কাজ শুরু হয়। গত রবিবার ডেবরা ব্লকের গোলগ্রাম অঞ্চলের খাজুরী এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতি দেখতে যান ডেবরার জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস এবং ডেবরা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ কর।
জয়েন্ট বিডিও ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দীর্ঘক্ষণ ধরে শোনেন অসহায় মানুষগুলোর দুর্ভোগ যন্ত্রণার কথা। সম্প্রতি ভয়াবহ বন্যায় সব শেষ হয়ে গিয়েছে ওই এলাকার মানুষের। সেই বন্যার রেশ কাটতে না কাটতেই দানার প্রভাবে দুই দিন ধরে বৃষ্টি এবং ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জল ঢুকে বন্যা। ফলে চরম দুর্ভোগ যন্ত্রণায় পড়েছেন মানুষজন। অসহায় মানুষের দুর্ভোগ যন্ত্রণা দেখে ও দাবি মেনে রবিবার রাত থেকেই শুরু হয় খাজুরী ভসড়া খালের ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজ। যদিও ওই ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকে ডেবরা ব্লকের দশটিরও বেশি মৌজা প্লাবিত হয়ে যায়। জল যাতে আর না বাড়ে, সে জন্যই রাতারাতি বাঁধ বাঁধার কাজ শুরু হয়। জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস এবং ডেবরা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ করের তৎপরতায় দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষজন। সোমবার সারাদিন ধরে বাঁধ মেরামতির কাজ তদারকি করেন, গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক গাঙ্গুলী। প্রদীপ কর বলেন, ডেবরা ব্লকের এটি নিচু এলাকা। স্বাভাবিকভাবেই এখানে বারবার প্লাবিত হয়। যাতে এর স্থায়ী সমাধান করা যায়, সে ব্যাপারে প্রশাসনের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এলাকার সুইসগেট মেরামতি, নতুন করে নির্মাণ সহ যা যা সমস্যা আছে সেগুলি লিখিত আকারে দিলে অবশ্যই আমরা তা খতিয়ে দেখব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct