সুরজীৎ আদক , উলুবেড়িয়া, আপনজন: পুনঃরায় চালু হতে চলছে উলুবেড়িয়া চেঙ্গাইলের ঐতিহাসিক ল্যাডলো জুটমিল। সে উপলক্ষে সোমবার ল্যাডলো জুটমিল মিল গেটে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের আয়োজনে গেট সভা অনুষ্ঠিত হল। উল্লেখ্য,পুজোর আগে বোনাসের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল মিলের পরিবেশ। ওইদিন দুপুর ২ টোর সময় কাজে আসা শ্রমিকরা বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন মিলের অফিস, কম্পিউটার, ক্যামেরা ভাঙচুর করা হয়। এরপরই মিল কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্ক অর্ডার ঝুলিয়ে দেয় গেটের বাইরে। সম্প্রতি ডেপুটি লেবার কমিশনার এর অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে (সরকার,মিল কর্তৃপক্ষ এবং মিলের কর্মরত ৮ টি ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। দীর্ঘ আলোচনায় সিদ্ধান্ত হয় আগামী ৫ ই নভেম্বর থেকে মিল পুনঃরায় চালু করা হবে।
হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের সহ:সভাপতি তথা উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস এবং হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান জানান, রাজ্যের পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের মন্ত্রী তথা আমাদের অভিভাবক পুলক রায়ের প্রচেষ্টায় চেঙ্গাইল লাডলো জুট মিল পুনরায় খোলার সিদ্ধান্তে শ্রমিক ভাইদের শুভেচ্ছা জানাতে গেট সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর শেখ ,শ্রমিক সংগঠনের নেতা গণেশ চক্রবর্তী, পৌরসভার সিআইসি সদস্য মইনুদ্দিন মিদ্দে, কাউন্সিলর হাসিবুর রহমান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct