সাবের আলি , বড়ঞা, আপনজন: নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে সোমবার বড়ঞা ব্লকের ৪৮ নম্বর বদুয়া গ্রামের বাগদিপাড়া । অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যাপক বিক্ষোভ দেখালেন শিশুর অভিভাবকরা। অভিযোগ, শিশুদের ঠিকমত খাবার না দেওয়ার সাথে রান্নাও হয় অতি নিম্নমাণের। পরে প্রশাসনিক হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেওয়া হয়। বড়ঞা বিডিও গোবীন্দ দাস পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
বাসন্দাদের অভিযোগ, ওই । অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাবার দের্ওীয়া হয় তা খাওয়ার অযোগ্য। ভাত রান্নার পরেও জল ঢেলে দিয়ে পরিমাণ বাড়ান হয়ে থাকে। এর প্রতিবাদ করতে গেলেও অজুহাত বের করেন কেন্দ্রের কর্মিরা। এনিয়ে বাসিন্দারা বারবার অভিযোগ জানালেও কোন সুরাহা হয়নি বলে দাবি।
এরপর এদিন সকালে সেখানে শিশুর অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বন্ধ করে দেওয়া হয় কেন্দ্রের রান্না। অভিভাবক রিঙ্কু বাগদী বলেন, হওয়া ভাতেও জল ঢেলে দেয় কেন্দ্রের কর্মি। তরকারিতে কিছুই খুঁজে পাওয়া যায় না। শুধু রং করা জল বলতে যা বোফঝায় তরকারির তেমনই হয়ে থাকে। আবার শিশুদের ঠিকমতো খাবার দেয় না ওঁরা। সবকিছু ইচ্ছা মত চলছে। তাই আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান হয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
যদিও কেন্দ্রের কর্মি ফাতেমা বিবি বলেন, রান্নাবান্না ঠিকঠাক হয়। কিন্তু ওদের দাবি হল শিশুরা বাড়িতে না থাকলেও খাবার দিতে হবে। যা নিয়মে পড়ে না। তাও নিয়ম ভেঙে ওদের খাবার দেওয়া হয়। কিন্তু প্রতিদিন এটা সম্ভব হয় না। সেই কারণে এই বিষওভ দেখিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপর্ষকে জানান হয়েছে। এই ঘটনা নিয়ে বড়ঞা বিডিও বলেন, কিছুক্ষণ আগে আমরা এই ঘটনাটি শুনেছি। আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেওয়া হয় না বলে অভিযোগ। বিশদ জেনে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct