আপনজন ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড কোচের দায়িত্ব নেওয়ার পর এই আড়াই বছরে চাপটা তাঁর কাঁধে সব সময়ই ছিল। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়ে সেই চাপ কাটিয়ে উঠতে পারছিলেন না এরিক টেন হাগ। তাঁকে ছাঁটাই করার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। শেষ পর্যন্ত সেটাই ঘটল। ডাচ এই কোচকে বরখাস্ত করেছে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাবটি। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন আরেক ডাচ—টেন হাগেরই সহকারী এবং ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়। টেন হাগকে ছাঁটাই করা নিয়ে ইউনাইটেডের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডে ছেলেদের মূল দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। নিজের মেয়াদে যা কিছু করেছেন, সে জন্য আমরা এরিকের কাছে কৃতজ্ঞ এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। রুড ফন নিস্টলরয় অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নেবেন। বর্তমান কোচিং দল তার সঙ্গে থাকবে এবং এই সময়ের মধ্যে স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে।’ ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন কোচের দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর এই ১১ বছরে এখন ষষ্ঠ স্থায়ী কোচের খোঁজ করবে ইউনাইটেড। টেন হাগের অধীন ১২৭ ম্যাচে ৭০ জয়, ২৩ ড্র ও ৩৪ ম্যাচ হেরেছে ইউনাইটেড। গোল করেছে ২১৬টি, হজম করেছে ১৬৩টি।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার স্থানীয় সময় বিকেলে ওয়েস্ট হাম ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হারে ইউনাইটেড। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ছাঁটাই হওয়ার খবর পান টেন হাগ।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় আজ সকালে এই খবর পান ২০২২ সালের এপ্রিলে ইউনাইটেড কোচের দায়িত্ব নেওয়া টেন হাগ। ওয়েস্ট হামের কাছে হারে লিগ টেবিলে ১৪তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। এ পর্যন্ত ৯টি লিগ ম্যাচের মাত্র ৩টিতে জিতেছে ইউনাইটেড। ৪ হার ও ড্র ২টি। প্রিমিয়ার লিগে প্রথম ৯ ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে নিজেদের ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বনিম্ন অবস্থান ইউনাইটেডের। ইউরোপে দ্বিতীয় সারির ক্লাব টুর্নামেন্টে ইউরোপা লিগেও ধুঁকছে ইউনাইটেড। ৩৬ দলের মধ্যে তাঁদের অবস্থান ২১তম।
ইউনাইটেড কোচ হিসেবে নিজের আগের দুই মৌসুমে দুটি ট্রফি জিতেছেন টেন হাগ। ২০২২-২৩ মৌসুমে জিতেছেন লিগ কাপ এবং গত মৌসুমে জিতেছেন এফএ কাপ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct