আপনজন ডেস্ক: অস্বস্তিকর আচরণের জন্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার পর সোমবার প্রথমবারের মতো ওয়াকফ বিল নিয়ে সংসদের যৌথ কমিটির সামনে হাজির হয়ে শাসক ও বিরোধী দলের সদস্যরা মৌখিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে বৈঠক চলাকালীন একটি কাচের বোতল ভেঙে চেয়ারম্যানের দিকে ছুড়ে মারাার ইঙ্গিত করেন বলে অভিযোগ, যার ফলে তাকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। সোমবারের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না।
সোমবার ওয়াকফ বিল নিয়ে বৈঠকে আপ সদস্য সঞ্জয় সিং দিল্লি ওয়াকফ বোর্ডের প্রশাসক অশ্বিনী কুমারের জিজ্ঞাসাবাদে আপত্তি জানিয়ে বলেন, তার জমা দেওয়া রিপোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অনুমোদন করেননি। শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়, যার ফলে সিং, কংগ্রেস সদস্য নাসির হুসেন এবং মহম্মদ জাভেদ, এআইএমআইএম সদস্য আসাদউদ্দিন ওয়াইসি, এসপি সদস্য মহিব্বুল্লাহ, ডিএমকে সদস্য মহম্মদ আবদুল্লা এবং তৃণমূল কংগ্রেসের মহম্মদ নাদিম-উল হক অল্প সময়ের জন্য ওয়াকআউট করেন। সংসদীয় সূত্রে জানা গিয়েছে, ওয়াকআউট করার আগে সংসদীয় কমিটির হাজিরা তালিকা থেকে বিরোধীরা তাদের করা স্বাক্ষরও কেটে দেন।
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কিত যৌথ কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালকে একটি চিঠি দিয়েছেন। কারণ দিল্লি সরকারের অনুমোদন ছাড়াই দিল্লি ওয়াকফ বোর্ডের রিপোর্টটি “বাতিল ও অকার্যকর” বলে বিবেচনা করা হয়েছে।
বিরোধীরা দিল্লি ওয়াকফ বোর্ডের একটি উপস্থাপনায় তাদের আপত্তি অব্যাহত রাখায় প্যানেল চেয়ারম্যান বিষয়টি নিয়ে লোকসভা মহাসচিবের মতামত নেওয়ার সিদ্ধান্ত নেন। মঙ্গলবারও তার সাক্ষ্য চলবে বলে জানা যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct