এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: ২০২৬ সালে বনগাঁর সাত বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাল ফেরাতে বিজয়া সম্মিলনী থেকে তৎপরতা গ্রহণ করল তৃণমূল ৷ দুর্গাপুজোর সমাপ্তি হতেই বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে দলীয় প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ এই কর্মসূচি থেকে একদিকে যেমন প্রবীণ তৃণমূল নেতাকর্মীদের সংবর্ধিত করা হচ্ছে অন্যদিকে শুভেচ্ছা বিনিময় এর পাশাপাশি একতরফা দলীয় প্রচার সেরে ফেলছে তৃণমূল নেতৃত্বরা ৷
রবিবার বনগাঁ সাংগঠনিক জেলায় বেশ কয়েকটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় ৷ এ দিন বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস, গোবরডাঙ্গা টাউন তৃণমূল কংগ্রেস, স্বরূপনগর উত্তর ব্লক, গাইঘাটা দক্ষিণ ব্লক, গাইঘাটা ব্লক-২ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একাধিক বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তৃণমূল নেতৃত্বরা ৷ উল্লেখ্য পরপর দু’বার লোকসভা নির্বাচনে তৃণমূল পরাজিত হয়েছে বঁনগায়, পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে বনগাঁ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর -এর মধ্যে কেবলমাত্র স্বরূপনগরে জয়ী হয় তৃণমূল ৷ অন্যদিকে ২০২৪ সালে বাগদা উপনির্বাচনে তৃণমূল জয়ী হয়ে সাতটির মধ্যে দুটি আসন তৃণমূলের দখলে আসলেও বনগাঁ লোকসভায় বিজেপির ক্ষমতায়ন নিয়ে চিন্তিত তৃণমূলের নেতৃত্ব মহল।
তবে এ দিন বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বনগাঁর সবকটি বিধানসভাতে তৃণমূলকে জয়ী করার জন্য তৎপরতা গ্রহণের পরামর্শ দেন ৷ তবে সম্প্রতি উপনির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয় এবং জয়ের ব্যবধান নিয়ে বনগাঁর তৃণমূল নেতা ও পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ আশাবাদী ‘আগামী বিধানসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রের সবকটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূলের ঘাসফুল ফুটবে, বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ৷’ বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ বলেন, ‘সামনেই বিধানসভা ভোট যদিও রাজ্যে বিরোধী বলে কিছুই নেই তবে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে এগিয়ে যাব ৷ আজকে বিজয়া সম্মেলনীতে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করছে বঁনগায় বিরোধী বলে কিছুই নেই, আগামী বিধানসভায় জয় নিশ্চিত ৷’
রবিবার সম্মেলন সফল করতে বনগাঁ শহর আইএনটিটিইউসি’র পক্ষ থেকে শ্রমিক নেতা নারায়ণ ঘোষের নেতৃত্বে একটি সুবিশাল মিছিল প্রতাপগড় স্পোর্টিং ক্লাব মাঠের সভা স্থলে উপস্থিত হয়, অন্যান্য ওয়ার্ড থেকেও মিছিল করে সম্মেলনে যোগ দেন তৃণমূল কর্মী সমর্থকরা ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct