সন্ন্যাসী কউরী, ডেবরা, আপনজন: মেদিনীপুরের ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই আবার প্লাবিত ডেবরার দশটি মৌজা। আবার ক্ষয়ক্ষতির আশঙ্কায় এলাকার মানুষ। এলাকা পরিদর্শনে ডেবরার জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস। সেপ্টেম্বর মাসে খাল ও নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ডেবরা ব্লকের বিস্তীর্ণ এলাকা। তারপর কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। ভসরা খালের বাঁধ মেরামতি না হওয়ায় আবারো প্লাবিত হয়েছে ডেবরা ব্লকের প্রায় ১০টি মৌজা। এতদিন ভাঙ্গা বাঁধ মেরামতি করা হল না কেন জয়েন্ট বিডিওকে সেই প্রশ্ন করেন এলাকার ক্ষুব্ধ জনতা। জয়েন্ট বিডিও মানুষের সাথে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান। তিনি বলেন, বন্যার ফলে বিস্তীর্ণ এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে। তার উপর আবারও বন্যায় মানুষ দুর্ভোগ যন্ত্রণায় পড়েছেন। ভাঙ্গা বাঁধ মেরামতি, সুইসগেট নির্মাণ ও মেরামতি সহ সমস্ত কাজ গুলি দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস। এদিন জয়েন্ট বিডিও -র সঙ্গে পরিদর্শনে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সুবীর সাহা, গোলগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান কৌশিক গাঙ্গুলি, পঞ্চায়েত সদস্য অর্জুন সাউ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct