সাদ্দাম হোসেন মিদ্দে , ভাঙড়, আপনজন: মিথ্যা মামলা দিয়ে কিংবা অপপ্রচার করে আমাদের দমানো যাবে না বলে মন্তব্য করলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কচুয়া দক্ষিণ পাড়ায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যোগ দিতে এসে কথা বলেন তিনি।
রবিবাসরীয় অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক বলেন,
“মিথ্যা মামলা করে আমাদের ঠেকিয়ে রাখার কথা যারা চিন্তা করছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। নির্বাচন এলেই আমার নামে মিথ্যার বেসাতি হয়। এটা নতুন কিছু নয়। কিন্তু কুৎসা, অপপ্রচার করে আমাদের অগ্রগতি থামানো যাবে না।”
আইএসএফ চেয়ারম্যান এদিন বলেন, “রাজ্যে কয়েকটি আসনে উপনির্বাচন হচ্ছে। সেইজন্য আমাদের নামে অপপ্রচার শুরু হয়েছে। হাড়োয়া কেন্দ্রে আইএসএফের প্রার্থী আছে। সেই কেন্দ্রের অন্তর্গত শাসন থানা থেকে পুলিশ নোটিস পাঠাচ্ছে। তবে রাজ্যের শাসন ক্ষমতার শীর্ষে যিনি বসে আছেন, তাকে পরিস্কার বলি ঐসব নোটিস পাঠিয়ে আমাকে ঠাণ্ডা করা যাবে না।”
নওসাদ সিদ্দিকী আরওবলেন, “ভাঙড়ের উন্নয়নের জন্য লাগাতার চেষ্টা চালানো হচ্ছে। তারই ফলে এখানকার সেতুগুলির সংস্কার ও নতুন সেতু তৈরি হচ্ছে। এলাকার নানান দাবী দাওয়া নিয়ে বিধানসভায় আওয়াজ তোলা হচ্ছে। ভাঙড়ে হিমঘর তৈরি নিয়ে বহুবার বলা হয়েছে। কিন্তু শাসক তৃণমূল কংগ্রেস এটা হতে দিচ্ছে না।”
এদিনের রক্তদান শিবির আয়োজন করে আইএসএফ-এর কচুয়া বুথ কমিটি। উদ্যোক্তারা জানান এদিন রক্তদান করেন ৭৭ জন মহিলা সহ মোট ৩০৯ জন। চোখ পরীক্ষা করান ২৫০ জন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য রাইনুর হক সহ ব্লক, অঞ্চল ও বুথ কমিটির নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct