আপনজন ডেস্ক: কয়েক দিন আগেও বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ ছিলেন রবার্তো মানচিনি। সৌদি আরব জাতীয় দলের কোচ হিসেবে ইতালিয়ান এই কোচকে বেতন দেওয়া হতো বছরে ২ কোটি ১৫ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৩ কোটি ৮৯ লাখ টাকা)। এর মধ্যে গত শুক্রবার মানচিনির সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব ছাড়ার খবর সামনে আসে। এক বিবৃতিতে ইতালির হয়ে ইউরোজয়ী এই কোচের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে সৌদি আরবের ফুটবল কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়, ‘সৌদি ফুটবল ফেডারেশনের বোর্ড পরিচালকেরা এবং জাতীয় দলের কোচ রবার্তো মানচিনি বৃহস্পতিবার নিজেদের চুক্তিভিত্তিক সম্পর্ক শেষ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।’ মূলত সৌদি ফুটবলের এই ঘোষণার মধ্য দিয়েই বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচের খেতাব হারিয়েছেন মানচিনি। তাঁর জায়গায় এখন শীর্ষে উঠে এসেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। সিটিকে টানা চারটি লিগ শিরোপা জেতানো গার্দিওলাও অবশ্য বেশ মোটা অঙ্কের বেতনই নিয়ে থাকেন। ম্যানচেস্টার সিটির কাছ থেকে বছরে তিনি বেতন নেন ২ কোটি পাউন্ড। শুধু গার্দিওলাই নন, এই তালিকায় শীর্ষ দশে থাকা প্রত্যেকেই মানচিনির বিদায়ের মধ্য দিয়ে এক ধাপ করে ওপরে উঠে এসেছেন। সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচের তালিকায় গার্দিওলার ঠিক পরেই আছেন তাঁরই একসময়ের শিষ্য মিকেল আরতেতা। আর্সেনালকে নতুন দিনের স্বপ্ন দেখানো এই কোচ বেতন পান বছরে ১ কোটি ৫০ লাখ পাউন্ড। পরের তিনটি স্থানে জায়গা পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি এবং ফেনেরবাচের জোসে মরিনিও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct