আপনজন ডেস্ক: লেবাননে শক্তিশালী সশস্ত্র মুক্তিকামী সংগঠন হিজবুল্লাহ’র হামলায় সন্ত্রাসী ইসরায়েলের আরও চার সেনা নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রবিবার এই তথ্য জানিয়েছে। শনিবার সন্ধ্যায় লেবাননের একটি গ্রামে অবস্থান করার সময় এই সন্ত্রাসীরা হিজবুল্লাহর হামলার শিকার হন।
ইসরায়েলি সন্ত্রাস বাহিনী জানায়, নিহত সেনারা সবাই একই ব্রিগেডের সদস্য ছিলেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার, একজন উপকমান্ডার, একজন সামরিক রাব্বি এবং একজন সাধারণ সেনা রয়েছেন। আহত ১৪ জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, এই হামলায় হিজবুল্লাহর তিন সদস্যও প্রাণ হারিয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে অবৈধ স্থল অভিযান শুরু করে। ইমরাইলের এ সন্ত্রাসী অভিযানে হিজবুল্লাহ’র মুক্তিকামী যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর পাল্টা জবাব দেয়। উল্লেখ্য, ০১ অক্টোবর থেকে এ পর্যন্ত লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধে ইসরায়েলের ৩১ সন্ত্রাসী সেনা নিহত হয়েছে। সীমান্ত এলাকায় আক্রমণ ও প্রতিরোধের পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের অবৈধ বসতিগুলোকেও লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে।
আজ রোববারও সীমান্তে হিজবুল্লাহর ড্রোন ও রকেট ছোড়ার খবর পাওয়া গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct