আপনজন ডেস্ক: পাঁচ বছরের দলিত বালিকাকে ধর্ষণের জঘন্য অপরাধে ৫০ বছর বয়সি এক পুরোহিতকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর প্রদেশের আলিগড়ের একটি স্থানীয় আদালত। গত ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এক মাসের মধ্যে দোষী সাব্যস্ত ও সাজা ঘোষণা সম্পন্ন হয়। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।৩ জুলাই শিশুটির দাদু স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করেন যে মেয়েটি তার ৮ বছরের ভাইকে নিয়ে নিকটবর্তী একটি মন্দিরে গিয়েছিল, যেখানে ভরত ভূষণ নামে এক পুরোহিত তাকে ১০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রলোভন দেখায় এবং তারপরে তার ঘরে তাকে ধর্ষণ করে। তার ভাই তার পরিবারের কাছে অপরাধটি বর্ণনা করেছিল যারা গ্রামবাসীদের সাথে পরে পুরোহিতের মুখোমুখি হয়েছিল এবং পুলিশকে জানিয়েছিল। জানা গেছে, ভরত ভূষণের এক প্রতিবেশী সেই ঘটনারএকটি ভিডিও শ্যুট করেন, যা পরে আদালতে জমা দেওয়া হয় এবং মামলার মূল ডিজিটাল প্রমাণ হয়ে ওঠে। মেয়েটিকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছিল এবং অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস ধারা ৬৪ (ধর্ষণ), ৭৬ (বিবস্ত্র করার উদ্দেশ্যে মহিলাকে আক্রমণ বা অপরাধমূলক শক্তি ব্যবহার) এবং পকসো এবং এসসি/এসটি আইনে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। পরে ওই পুরোহিতকে গ্রেফতার করা হয়। বিশেষ সরকারি কৌঁসুলি মহেশ সিং বলেন, চার্জশিটের পর অতিরিক্ত জেলা জজ সুরেন্দ্র মোহন সহায়ের আদালত চার্জ গঠন করে দ্রুত বিচার সম্পন্ন করে। যৌন নিপীড়নের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্যাতিতার পরিচয় তার গোপনীয়তা রক্ষার জন্য প্রকাশ করা হয়নি। বিচার চলাকালীন সাতজন সাক্ষীর বয়ান এবং ডিজিটাল প্রমাণ রেকর্ড করা হয়েছিল। সেটাই প্রধান প্রামাণ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct