রূপম চট্টোপাধ্যায় , হুগলি, আপনজন: শনিবার বিকেলে রিষড়ায় একটি নাগরিক কনভেনশনের ডাক দিয়েছিল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর), হুগলি জেলা কমিটি। কিন্তু শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই বাড়িটির কতৃপক্ষের তরফে পূর্ব নির্ধারিত কনভেনশনের জন্য জায়গা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে ক্ষমা প্রার্থনা করা হয়। অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক হলেও বিশেষ চাপের কাছে নতিস্বীকার করে তাঁরা এই অপারগতার কথা জানায়। ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নৈরাজ্য ও সাধারণ মানুষের স্বাস্থ্যের অধিকার নিয়ে এপিডিআর এর ডাকা নাগরিক কনভেনশন স্থগিত হয়ে যায়। এই কনভেনশন আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুন এবং পরবর্তীততে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে এই আশঙ্কায় শাসকদলের লোকজনই এই চাপ সৃষ্টি করেছে বলে স্থানীয় মানুষদের অভিযোগ। শনিবার এই থ্রেট কালচারের বিরুদ্ধে রিষড়া চার বাতির মোড়ে এক পথসভায় এপিডিআর, শাসকদল ও প্রশাসনের তীব্র সমালোচনা করে। তিলোত্তমার বিচারের দাবির সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা ও স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে সরব হয় এই সভা। এপিডিআর হুগলি জেলা কমিটি সম্পাদক কমল দত্ত জানান, তারা সাধারণ মানুষের কাছে এই হুমকি সংস্কৃতির কথা তুলে ধরবেন এবং মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে নিয়ে যাবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct