নিজস্ব প্রতিবেদক , শাসন, আপনজন: কেটেছে ডানার দুর্যোগ। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পালা। তেমনি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত দুই বিডিওর নির্দেশে বিভিন্ন মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে সরেজমিনে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখলেন ব্লক সহ কৃষি অধিকর্তা। বারাসাত দুই ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েত, ফলতি বেলিয়াঘাটা, দাদপুর, কীর্তিপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারী বৃষ্টিতে কয়েকশো বিঘা জমির ধান জলের তলায়, মাথায় হাত আমন ধান চাষীদের। এছাড়া জলের তলায় বিভিন্ন সবজির ক্ষেতও। গত কয়েকদিনের বৃষ্টিতে বিঘার পর বিঘা ধানের চারা জলের তলায়। জল জমে ধান গাছে শ্যাওলা ধরে গোড়া পচে নষ্ট। নতুন করে ধান রোপণ করতে গেলে আর্থিক ক্ষতির পাশাপাশি ধানের বীজতলার যোগান পাওয়া মুশকিল। অপরদিকে জমি লিজ নিয়ে ধার দেনা করে ধান চাষ করে বৃষ্টিতে নষ্ট ধান গাছ। ক্ষতিগ্রস্ত চাষীদের দাবি এইসব এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় ভারি বৃষ্টি হলে জল জমে চাষের দফারফা। তাই সরকারের কাছে চাষীরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে বারাসাত দুই ব্লকের সহ কৃষি অধিকর্তা বিপ্লব বিশ্বাস বলেন, গোটা ব্লকের ৬৪৪০ হেক্টর জমিতে ধান চাষ করেন কৃষকরা। এরমধ্যে এই দুর্যোগে প্রাথমিক রিপোর্টে ৫২২৫ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতি হয়েছে। এরমধ্যে শাসন গ্রাম পঞ্চায়েত এলাকায় ৯৮০ হেক্টর জমিতে ধান চাষ হয়। শুধুমাত্র এই শাসন গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭৫৫ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct