চন্দনা বন্দ্যোপাধ্যায় , সাগর, আপনজন: জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র ও নদী ভাঙন বাড়ছে বলে মনে করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা প্রবীন প্রাক্তন শিক্ষক বংকিম চন্দ্র হাজরা। প্রতি বছর আসা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। কখনো আসছে ঝড়, কখনও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।আর এই সবের পিছনে জলবায়ু পরিবর্তনের হাত আছে বলে মনে করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক। সে জন্য তাঁর এই সম্বন্ধে সম্যক ধারণা রয়েছে। আর সেজন্য বাঁধ ভাঙা থেকে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় নিয়েই তিনি শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বলেছেন। ঘূর্ণিঝড় দানা আসার খবর শোনার পর থেকেই তিনি নিজে একাধিক নদীবাঁধ পরিদর্শন করেছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct