নিজস্ব প্রতিবেদক , মেদিনীপুর, আপনজন: বৃষ্টিতে রাস্তায় হাঁটু সমান জল,সিজার রুগীকে টিউবের উপরের চাপিয়ে হাসপাতালের পথে পরিবার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৫/১ অঞ্চলের বাড়াগড় এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি খাল রয়েছে প্রায় ১৫ বছর ধরে খালের সংস্কার হয়নি বলে অভিযোগ। তার ফলে অল্প বৃষ্টি হলে রাস্তার উপর হাঁটু সমান জল জমে। বর্ষা বা অতি বৃষ্টি হলেই এলাকায় কোন রুগী হলেই এভাবেই টিউবের উপর বসিয়ে রুগীকে নিয়ে যেতে হয় হাসপাতালে। শনিবার সেই চিত্র ধরা পড়লো ডেবরার বাড়াগড় গ্রামে। জানাযায় গত ১০ দিন আগে এক মহিলার সিজার হয়, আজকে সকালে তিনি অসুস্থ বোধ করেন, তাকে নিয়ে যেতে কার্যত ভরসা সেই টিউব, টিউবের উপর বসিয়ে নিয়ে যেতে হচ্ছে ওই অসুস্থ সদ্য সিজার মহিলাকে। যা নিয়ে শোরগোল ডেবরা জুড়ে।যদিও অঞ্চলের প্রধান পূর্নিমা ভূঁইয়া বলেন, দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কারের করার ব্যবস্থা করা হবে। হাসপাতালে ভর্তি না হয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন ওই মহিলা। স্বামী প্রসেনজিৎ নায়েক বলেন, ১৭ তারিখে সন্তান প্রসবের পর বাড়িতে ছিল। বৃষ্টির জন্য বাবার বাড়ি যেতে পারছিল না। আজ প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাবার বাড়ি যাবে। বিধায়ক হুমায়ূন কবীর বলেন, নিচু জায়গা হওয়ায় জল জমে গিয়েছে। ওই মহিলা সুস্থ রয়েছেন। আজ হাসপাতালে নিয়ে গিয়েছিল তবে ওর সন্তান ভালো রয়েছে। তাই তারা বাবার বাড়ি গিয়েছে। ওর স্বামী জিনিস পত্র শ্বশুর বাড়ি পৌঁছাতে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct