আসিফা লস্কর , কাকদ্বীপ, আপনজন: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বিস্তীর্ণ দক্ষিণ ২৪ পরগনা জেলার শীতকালীন সবজি চাষের ব্যাপক ক্ষতি। দুশ্চিন্তায় মাথায় হাত পড়েছে কৃষকদের। ঘূর্ণিঝড় দানার কারণে ঝড়ো হাওয়া এবং অতিবৃষ্টি জেড়ে ফসলের বেশিরভাগ অংশই ক্ষতি হয়েছে। বৃষ্টি পরবর্তী সময়ে সবজি ক্ষেতের পরিচর্যা। ইতিমধ্যে ঘূর্ণিঝড় দানার দাপটে ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টিতে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা। কোথাও সবজি ক্ষেতে জল আবার কোথাও সবজি গাছ নুইয়ে পড়েছে। এর ফলে পচন ধরতে পারে সবজিতেও। সেজন্য ঝড় ও বৃষ্টির পর সবজি ক্ষেতের পরিচর্যা খুবই জরুর। কারণ জমিতে অতিরিক্ত জল জমলে শিকড়ের ক্ষতি হতে পারে এবং শিকড় পচার ঝুঁকি বাড়ে। আর্দ্র পরিবেশে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণও বৃদ্ধি পায়, যা গাছের ক্ষতি করে। সঠিক যত্ন না নিলে ফসলের উৎপাদন কমে যেতে পারে। তাই এ সময়ে উৎপাদন বাড়াতে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবিষয়ে বিশেষ পরামর্শ দিলেন নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী। প্রথমেই বৃষ্টির পর জমিতে জল জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন এবং শিকড়ের আশেপাশে ভিজে মাটি আলগা করে দিন। এরপর হেলে পড়া সবজির চারা বা গাছ সোজা করে দিন এবং গাছের নীচের দিকের পাতা ও অপ্রয়োজনীয় ডাল ছাঁটাই করে ফেলুন। বৃষ্টির পর মাটির পুষ্টি কমে যেতে পারে, তাই জমিতে সঠিক পরিমাণে জৈব বা রাসায়নিক সার প্রয়োগ করুন। রোগ প্রতিরোধে কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করুন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct