সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: ডানার প্রভাবে গত তিন দিন ধরে চলছে বৃষ্টি যায় জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, গোটা রাজ্যর পাশাপশি মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের ডোমকল মহকুমা জুড়ে,হঠাৎ অসময় বৃষ্টির কারণে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছে জেলার কলাই চাষিরা,কলাইয়ের প্রায় ফল চলে এসেছে আর সেই পরিস্থিতিতে উপর বৃষ্টি শুরু হয়েছে যার কারণে জমিতে জল জমে গিয়েছে,তাতেই জমিতে থাকা কলাই গাছ নষ্ট হতে শুরু করেছে।বিশেষ করে যেসমস্ত চাষিদের কলাই নিচু জমিতে রয়েছে তাদের প্রায় কলাই নষ্টের মুখে।সীমান্তের এক কলাই চাষি মিলন ইসলাম বলেন আমাদের চরের জমিতে কলাই আর একানী চাষ বেশি হয়,সেইমত গোটা চর এলাকার কৃষি জমিতে কৃষি মানুষেরা কলাই চাষ করেছে বেশি ,গত এক মাস আগে বন্যার জল ঢুকার কারণে আগেই অনেক কলাই এর জমি জলের তলায় চলে গেছে।তার পরে বন্যার জল কমতে থাকলে কিছু জমির কলাই আবার ভালো হয়ে উঠছিল।কিন্তু আবারও হঠাৎ বৃষ্টির কারণে আবারো জমিতে জল জমে যাচ্ছে যার কারণে কলাই গাছ নষ্ট হয়ে কাছে।এই পরিস্থিতিতে সরকারি সাহায্য পেলে কলাই চাষিরা অনেক উপকৃত হবে বলে জানান।ফরিদপুরের এক কলাই চাষি জানান আমরা কলাই চাষ লাভের আশায় করে থাকি কম খরচে বেশি লাভ,কিন্তু এবছর একের পর এক বৃষ্টি হয়েই যাচ্ছে তাতে করে হয়তো আর কলাই হবে বলে মনে হচ্ছে না,জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে কলাই গাছ ।ঘটনায় সরকারি সাহায্যর আবেদন জানান বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কলাই চাষিরা।আগের ঝড় বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয় চাষিদের বিশেষ করে কলা চাষিরা একে বারেই শেষ হয়ে যায় ঝড় বৃষ্টির কারণে প্রায় কলা বাগানের কলা গাছ ভেংগে যায়।তার পরে এবার কলাই চাষে ক্ষতির মুখে চাষিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct