নিজস্ব প্রতিবেদক , খানাকুল, আপনজন: প্রায় প্রতি বছর ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয় খানাকুল। কিছুদিন আগে ডিভিসির জলে প্লাবিত খানাকুলের মাইনান অঞ্চলের জল কমতে না কমেতই এবার ডানার দাপটে লাগাতার বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। দুর্যোগের দাপটে খানাকুলের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত। সেই সব মানুষদের ত্রিপল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল নাবাবীয়া মিশন। এ ব্যাপারে মিশনের সাধারণ সম্পাদক সেখ সাহিদ আকবার বরেন, নাবাবীয়া মিশন শুধু খানাকুল এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে তাদের দায়িত্ব শেষ করে না। নানা প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায়। এবারেও তাই দুর্গত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিতে মিশন বদ্ধ পরিকর। তবে, এই কাজে তার প্রধান সহায়ক বিশিষ্ট শিল্পপতি সমাজদরদি মোস্তাক হোসেন। সাহিদ আকবার বলেন, মোস্তাক হোসেনর অনুপ্রেরণায় ও তার বদান্যতায় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে বরাবরের মতো এবারেও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। মোস্তাক সাহেবের মহানুভবতার জন্য এই সমাজসেসবার কাজ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন সাহিদ আকবার। সাহিদ অাকবার খানাকুলের দুর্গতদের জন্য একটি হেল্প লাইনও খুলেছেন । ৯৭৩২০৮৬৭৮৬ এই নম্বরে ফোন করে জানালে নাবাবীয়ার তরফে দুর্গতদের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যাওয়া হবে বলে জানান সাহিদ আকবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct