নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতাস্থিত কলেজ স্ট্রিটের ত্রিপুরা হিতসাধনী সভাঘরে একটি মনোজ্ঞ আলোচনাসভা আয়োজিত হয় ২৬শে অক্টোবর ২০২৪। আয়োজক ছিল ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়া (BHUMI)। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইতিহাসবেত্তা আলিমুজ্জমান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাইফুল্লা শামীম, তথ্যচিত্র নির্মাতা মুজিবর রহমান, সাংবাদিক ও লেখক মোশারফ হোসেন, সম্পাদিকা সুতপা ভট্টাচার্য, অধ্যাপক মির্জা মোসারফ হোসেন, লেখক জানে আলম, প্রাবন্ধিক নুর মুহাম্মদ, ড. মোজাফফর রহমান প্রমুখ। ভূমির পক্ষ থেকে আয়োজকদের মধ্যে ছিলেন ড. রামিজ রাজা, শেখ আব্দুল মুরাদ ও মেহেদী হাসান।ভূমির তরফে ড. রামিজ রাজা অবিভক্ত বাংলা তথা ভারতে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একটি স্মৃতি রক্ষা পরিষদ গঠনের আহ্বান জানান। উপস্থিত সকল ব্যক্তিবর্গ এরকম পরিষদ গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং উক্ত প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। ‘শেরে বাংলা স্মৃতি রক্ষা পরিষদ’ পরবর্তীতে মিটিং করে পরিষদের কর্মকাণ্ড ঠিক করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct