নিজস্ব প্রতিবেদক , অরঙ্গাবাদ, আপনজন: মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট এবং নিম্নমানের সামগ্রী দিয়ে জল ট্যাঙ্কি নির্মাণের অভিযোগ। শুক্রবার ঘটনায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কোহেতপুরে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। যদিও নিম্নমানের সামগ্রী কথা মানতে নারাজ পি এইচ-ই দপ্তর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোহেতপুর এলাকায় সরকারী জায়গায় তৈরি হচ্ছে জল জীবন মিশনের জল ট্যাংক। কিন্ত সেই ট্যাঙ্ক নির্মাণ করতে গিয়ে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, একটি আইসিডিএস সেন্টারের সামনে ট্রান্সফরমার বসানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। আর তারই প্রতিবাদে দফাই দফায় বিক্ষোভে সামিল হন তারা। অবিলম্বে নিম্নমানের কাজ বন্ধ করার দাবিতে সরব হওয়ার পাশাপাশি শিশুদের পড়াশোনার জায়গা আইসিডিএস সেন্টার থেকে অন্যত্র ট্রান্সফরমার বসানোর দাবি জানানো হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। এদিকে নিম্নমানের সামগ্রী এবং মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেন পি এইচ-ই দপ্তরের জেলা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিনয় পাত্র এবং দপ্তরের অন্যান্য আধিকারিক, কন্ট্রাক্টররা। একসঙ্গে অনেকগুলো সিমেন্ট অর্ডার দেওয়াতেই সেই সিমেন্ট এসেছিল। প্রত্যেক সিমেন্টের বস্তা তিন মাস থেকে কিছুটা বেশি সময় হয়েছিল বলেই দাবি করেন কন্ট্রাক্টর। এই অল্প সময়ে সিমেন্ট কোনো রকমই ক্ষতিগ্রস্ত না হওয়ায় সেগুলো দিয়ে কাজ হচ্ছিল বলেই জানিয়েছেন তারা। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরেই তিন মাস আগের আনা সিমেন্ট ব্যবহার না করে নতুন সিমেন্ট নিয়ে এসে কাজ করার আশ্বাস দেওয়া হয় পি এইচ-ই দপ্তরের পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct