এহসানুল হক , বসিরহাট, আপনজন: দীর্ঘ দেড় মাস ধরে জলবন্দি বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের আটলিয়া গ্রামের বদর এলাকার বাসিন্দারা । দানার প্রভাবে প্রবল বৃষ্টির কারণে আরো বিপাকে পড়েছেন গ্রামের মানুষ । গ্রামবাসীদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি সাহায্য, ত্রাণ থেকে আমরা বঞ্চিত । আমরা কোন সরকারি সাহায্য ,ত্রাণ পাইনা । এমনকি আমরা কেমন আছি, কেউ একবার খোঁজ নেয় না । গ্রামবাসীদের বাড়িতে উঠে গেছে জল কোথায় থাকবে তারা, কী খাবে, ক্ষেতের ফসল সব জলের তলায় আতঙ্কে অসহায় দুরবস্থায় দিন কাটাচ্ছেন গ্রামের মানুষ। এদিন বসিরহাট জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকার তিনি বলেন, তৃণমূলের জামানায় কোন মানুষ সুবিধা পায়নি, সমস্ত সুবিধা ভোগ করেছে তৃণমূলের সুবিধাবাদী নেতারা। ভোট এলে ই ভোটের সময় মানুষকে ব্যবহার করে এরা। কিন্তু ভোট চলে গেলে এরা মানুষকে ভুলে যায়, তাই বাদুড়িয়ার বদর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা কয়েক দিন ধরেই জলমগ্ন অসহায় মানুষগুলো তার একটা উদাহরণ। আমার অনুরোধ প্রশাসনের কাছে এই অসহায় ব্যক্তিরা যাতে সাহায্য সহযোগিতা পায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এক নেতৃত্ব তিনি বলেন, তৃণমূল কংগ্রেস আসার পরেই অসহায় মানুষগুলো আজ স্বপ্ন দেখতে শুরু করেছে। আগে কিছুই ছিল না তাদের, বাসস্থানও ছিল না তাদের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করেছে। যে অভিযোগটা এসেছে সেটা তদন্ত করে দেখতে হবে, এতগুলো লোকের মধ্যে হয়তো দুই একটা মিসও হতে পারে। অন্যদিকে বাদুড়িয়া টাউন কংগ্রেসের সভাপতি অসীম ব্যানার্জি বলেন, এমন অভিযোগ ভুরিভুরি রয়েছে , তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতারাই সুবিধা ভোগ করছে। যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেনা। আমার অনুরোধ প্রশাসনের কাছে যারা সত্যি কারের ক্ষতিগ্রস্ত তাদের শনাক্ত করে তাদের কাছে সরকারি সুযোগ-সুবিধে দেওয়া হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct