আপনজন ডেস্ক: কলকাতার আরজি কর হাসপাতালে ৩১ বছরের শিক্ষানবিশ চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। শিক্ষানবিশ চিকিৎসকের ন্যায়বিচারের মূল দাবি থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ তুলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে নতুন সমিতি গঠন করেছে একদল জুনিয়র ডাক্তার। নতুন সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, আরজি কর হাসপাতালে ‘থ্রেট কালচার’-এর নামে অনেককে বহিষ্কার করা হয়েছে। আরজি করের একজন শিক্ষানবিশ ডা. শিরিশ চৌধুরী বলেন, যারা তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছেন তারাও তদন্ত কমিটির অংশ। জবাবদিহিতা নিশ্চিত করতে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে নবগঠিত পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। ফলে, দুটি জনিয়র ডাক্তার সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct