সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ২০২১ এর বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ২০২৪ এর লোকসভা নির্বাচন। একের পর এক নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভরাডুবি হয়েছে তৃণমূলের।
এই ভরাডুবির জন্য দলের একাংশের বেইমানিকে দায়ী করে এবার তাঁদের হুশিয়ারি দেওয়া শুরু করল তৃণমূল। বাঁকুড়ার জয়পুরে দলের বিজয়া সম্মেলনে একের পর এক নেতার মুখে সেই গদ্দারদের দল থেকে লাথ মেরে তাড়ানোর হুঁশিয়ারির কথা শোনা গেল।
বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংগঠনিক শক্তি নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।
২০২১ এর বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ২০২৪ এর লোকসভা নির্বাচন একের পর এক নির্বাচনে শোচনীয় হারের পর সেই প্রশ্ন আরো বেশি করে উঠতে শুরু করেছে। কিন্তু এই হারের পিছনে নিজেদের সাংগঠনিক শক্তি নয় বরং দলের কর্মীদের একাংশের বেইমানিকে দায়ী করে গদ্দারদের চিহ্নিত করার কাজ শুরু করে তৃণমূল।
আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সেই গদ্দারদের এবার লাথ মেরে দল থেকে তাড়ানোর হুঁশিয়ারি দিলেন দলের জেলা শ্রমিক সংগঠনের সভাপতি থেকে শুরু করে দলের জেলা যুব সভাপতি।
পরে তাঁদের দাবী দলের এক শ্রেণীর কর্মী সারা বছর তৃণমূল তৃণমূল করলেও ভোট এলেই তাঁরা গদ্দারি করেন। ভোট পেরোলেই তাঁরা আবার দলের নেতাদের সঙ্গে সেলফি তুলে বেড়ান।
দলের এই ধরনের কর্মীদের কথা দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। দল নিশ্চিতভাবেই তাঁদের বিচার করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct