সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: প্রাকৃতিক দুর্যোগ ডানা কড়া নাড়া দিয়েছিল। তবে সুন্দরবনের উপর তেমন আঘাত হানতে পারেনি। যার ফলে প্রবল বর্ষন শুরু হয়েছে। চলছে অবিরাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে বিভিন্ন খেয়া। ইতিমধ্যে ডানার ঝাপটায় নিজের সাংসদ এলাকা কেমন রয়েছে তা ক্ষতিয়ে দেখতে বেরিয়েছিলেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল। শুক্রবার দুপুরে ক্যানিং, বাসন্তী ও গোসাবা এলাকায় ডানার প্রভাবে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে ক্যানিং, বাসন্তীর বিডিও অফিস ঘুরে গোসাবার বিডিও অফিস এ যাওয়ার জন্য গদখালি খেয়াঘাটে পৌঁছান। সেখানে তিনি দেখেন খেয়া পারাপার বন্ধ রয়েছে। বন্ধ থাকার জন্য শত শত মানুষ আটক রয়েছেন। গন্তব্যে পৌছাতে পারেননি । সেই মানুষ গুলোর যাতে রাতে থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয়, সে কারনে বাসন্তী ব্লক প্রসাশন ও মসজিদ বাটী গ্রামপাঞ্চায়েত এর মাধ্যমে ত্রাণ শিবিরের ব্যবস্থা করেন সাংসদ। এরপর সাংসদ প্রতিমা মন্ডলের নজরে পড়ে একটি ছোট্ট শিশুর ওষুধ নিয়ে তার পরিবারের লোকও আটকে পড়েছেন। খেয়া বন্ধ,বাড়িতে পৌঁছাতে পারছেন না। ওষুধ নিয়ে বাড়িতে না পৌঁছালে বিপদ হতে পারে। এমন ঘটনা জানতে পেরে ত্রাতার ভুমিকায় অবতীর্ন হয়ে উদ্যোগ গ্রহন করেন সাংসদ। তিনি ওই শিশুর বাড়িতে ওষুধ পৌছে দেওয়ার ব্যবস্থা করেন যুদ্ধকালীন তৎপরতায়। সাংসদের উদ্যোগে ওষুধ সময় মতো পৌঁছে যায় শিশুর বাড়িতে। শিশুর পরিবার তাই বেজায় খুশি সাংসদের প্রতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct