আসিফা লস্কর, মন্দির বাজার, আপনজন: বৃহস্পতিবার মধ্যরাত থেকে গঙ্গাসাগর শহর দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বিধ্বংসী ঘূর্ণিঝড় ডানা তার তান্ডব লীলা চালিয়েছে। দমকা ঝড়ো হাওয়া এবং অবিরাম বৃষ্টির জেরে শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার বিধানসভার অন্তর্গত গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি কাঁচা বাড়ি হুড় মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে আশ্রয়হীন হয়ে পড়ে বেশ কয়েকটি পরিবার। স্থানীয় সূত্র জানা গিয়েছে, শুক্রবার বিকেল বেলা ঘূর্ণিঝড় ডানার প্রভাবে একটানা বৃষ্টি হচ্ছিল দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল তীরবর্তী এলাকায়। একটানা বৃষ্টির কারণে শুক্রবার বিকেলে মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় একাধিক মাটির বাড়ি হঠাৎই ভেঙে পড়ে এরপর বেশ কয়েকটি পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে তড়িঘড়ি আশ্রয় হীনদের উদ্ধার করে স্থানীয় একটি ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সৌমিত্র মন্ডল তিনি জানান, শুক্রবার বিকেল বেলা আমরা খবর পাই এলাকায় ২০ থেকে ২৫ টি মাটির কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে। আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং আশ্রয়হীন ব্যক্তিদের কে নিয়ে একটি উঁচু পাকা বাড়িতে রাস্তায় দিয়ে এছাড়াও এলাকায় যে সকল বিপদজনক অবস্থায় মাটির বাড়ি রয়েছে সেই সকল বাড়িতে পঞ্চায়েতের সদস্যরা পৌঁছে গিয়ে সাধারণ মানুষদের উদ্ধার করে ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্রয়হীন মানুষদের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। ব্লক উন্নয়ন আধিকারিক এর পক্ষ থেকে গৃহ হীন মানুষদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct