দেবাশীষ পাল, মালদা, আপনজন: কালীপুজা মানে মালদায় পাঠা কেনা ভিড়। কালীপুজো উপলক্ষে মালদার পান্ডুয়ার পাঁঠা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড়। কালীপূজোর চলছে জোর কদমে প্রস্তুতি। চলছে পাঠা বিক্রয় ও ক্রয়ের । শুক্রবার সকাল থেকে বাজারে আমদানি ও রপ্তানির ব্যাপক হয়েছে জানিয়েছেন ক্রেতা থেকে বিক্রেতা ও হাট কমিটির সদস্যরা। উল্লেখ্য আগামী ৩১ নভেম্বর রয়েছে কালী পূজা। অনেক ক্ষেত্রেই মানত হিসেবে পাঁঠা বলির প্রথা থাকে কালী পূজা মন্ডপে। তাই পূজোর মরশুমে পাঁঠা কিনতে উপস্থিত মানুষজনেরা শুধু এলাকার লোকজনেরা নয়। বাইরের লোক জনেরাও এখানে ক্রয় বিক্রয় করতে আসেন। এক একটি পাঁঠা ১০ হাজার২০ হাজার ৫০ হাজার এমনকি ৬০-৭০ হাজার টাকারো পাঠা রয়েছে এই হাটে। হাট কমিটির বক্তব্য, বর্ষার জন্য একটু সমস্যা তৈরি হয়েছে তবে অনেকটাই বাজার আজ ভালো হয়েছে তাছাড়া আগামীতে আরও একটি হাট রয়েছে সেটিও ভালো হবে বলে আশাবাদী তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct