আপনজন ডেস্ক: গত লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে বিহারের ভোজপুরী গায়ক পবন সিংকে মনোনীত হয়েছিল। কিন্তু শাসক দল থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে পবন সিংয়ের বিরুদ্ধে বাঙালি বিরোধী অভিযোগ ওঠায় অবশেষে বিজেপি ব্যাকফুটে ছিল। আর এক বিহারিবাবু তৃণমূলের শত্রুঘ্ন সিংহের বিরুদ্ধে পবন সিং প্রার্থী নারাজ হওয়ায় বিজেপি অন্যজনকে প্রার্থী করে। বিজেপির সেই মনোনীত প্রার্থী এবার তৃণমূল বিধায়কের আমন্ত্রণে পশ্চিমবাংলা আসছেন জেনে তার বিরোধিতায় সরব হল বাঙালিদের সংগঠন ‘বাঙলা পক্ষ’। এ ব্যাপারে বাংলা পক্ষের কর্ণধার গর্গ চট্টোপাধ্যায় এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘বাঙাল ওয়ালি মাল’ ‘বাঙাল সে লিয়ায়েম সতীন’, ‘বঙ্গাল কে পানি’, ‘সতীন বাঙালি ওয়াসে’ খ্যাত ভোজপুরি গায়ক পবন সিং আসানসোলে আসছেন জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং এবং তার পুত্র প্রেমপাল সিংয়ের আমন্ত্রণে। তাই তীব্র বিরোধিতা করেন গর্গ চট্টোপাধ্যায়। তিনি জানান, আগামী ৩রা নভেম্বর আসানসোলের বহুলায় পবন সিং তৃণমূল বিধায়কের আমন্ত্রণে আসছেন তা সোম্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিও থেকে জানা গেছে। তাই গর্গ চট্টোপাধ্যায় হুঁশিয়াির দেন, বাঙালি বিদ্বেষী এই শিল্পী পবন সিংকে বাংলায় কোনও অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। প্রশাসনের উচিত নারী ও বাঙালি বিদ্বেষী গায়ক পবন সিং বাংলায় প্রবেশ করলে তাকে গ্রেফতার করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct