নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: জলের চাপে ভাঙল কাঁসাই নদীর ওপর থাকা বাঁশের অস্থায়ী সেতু। অল্পের জন্য বাঁচলেন নিত্যযাত্রী। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ২নং খানামোহন গ্রাম পঞ্চায়েতের খানামোহন নদীঘাট এলাকায় কংসাবতী নদীর উপর থাকা বাঁশের সেতুটি হঠাৎই ভেঙে যায়।
জানা গিয়েছে, গতকাল ডেবরা ব্লকের খানামোহন নদী ঘাটে ডেবরা ও কেশপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র মাধ্যম ছিল কাঁসাই নদীর উপর থাকা এই অস্থায়ী সেতুটি। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার নিত্য যাত্রীরা যাতায়াত করছিলেন। হঠাৎই জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙ্গে যায় বাঁশের সেতুটি। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে ডেবরা ব্লক প্রশাসন ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে। এদিকে,ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন, তবে বর্ষন থামছে না। পূর্ব মেদিনীপুরের দীঘার চিত্র এখন এরকমই। মধ্য রাতে ওড়িষ্যার ধামারা সংলগ্ন এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা। প্রশাসনের তরফে আগেভাগেই শুরু হয়েছিল প্রচার ও নজরদারি। উপকূলবর্তী এলাকায় ছিল লাল সতর্কতা। তবে সকাল থেকে দীঘায় আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। হাওয়ার গতিবেগ কমেছে, তবে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এখন সমুদ্রতীরে কারও যাওয়ার নির্দেশ আসেনি,তাই এখনও ফাঁকা রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকা। সেখানে বাসিন্দারা জানাচ্ছেন,যেভাবে আগে থেকে প্রচার করা হয়েছিল সেই প্রভাব পড়েনি। কিছু জায়গায় ঝড় গতিবেগ থাকলেও দীঘা এলাকায় তেমন প্রভাব ছিল না বলে জানাচ্ছেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct