নকিবউদ্দিন গাজী, মন্দিরবাজার, আপনজন: সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ডানার প্রভাবের ঝড় এবং বৃষ্টি চলছে বৃহস্পতিবার ও শুক্রবার দিনরাত। খুব বেশি ডানার প্রভাব না পড়লেও প্রচুর গাছপালা ভেঙেছে। আর ভাঙা গাছ ছাদে থেকে সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল নাবালকের। পাথর প্রতিমা ব্লকের শ্রীধর নগর এলাকায়।
মৃত নাবালকের নাম শুভজিৎ দাস (১৭ ) ঘরের ছাদের উপরে পাশে থাকা গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ নেই দেখে গাছের ডাল টানতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয় যুবক হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে বলে জানা যায় কোন রকমের যুবককে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে প্রবল বৃষ্টির জল জমে যায় গঙ্গাসাগরের মেলা মেলা মাঠে, পাশাপাশি উপকূলবর্তী এলাকার ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির ফলে ধান চাষের ব্যাপক ক্ষতি হয় ইতিমধ্যে জেলা শাসক সুমিত গুপ্তা প্রতিটি ব্লকের আধিকারিকদের চাষের জমি কতটা পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়ে নিয়ে একটি তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন। কত মাটির বাড়ি ভেঙে পড়েছে ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে ব্লক প্রশাসনকে তালিকার তৈরি করার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।
এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন প্রান্তে কয়েক হাজার মানুষকে ত্রাণ শিবিরে রেখে শুকনো খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন গঙ্গাসাগরে একাধিক ত্রান শিবিরের ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার রায়দিঘী নামখানা ফ্রেজারগঞ্জ নদী বাউন্ডারি ঘুরে দেখেন।
কুলপি বিধানসভার বিধায়ক জাগরণ হালদার কুলপি হারা টেংরা চক সহ হুগলি নদীর তীরবর্তী এলাকা ঘুরে দেখেন। কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্ত্রণ পাখিরা কাকদ্বীপ বিধানসভার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় যান এবং ত্রাণ শিবিরের মানুষদের সঙ্গে কথা বলেন।
সব মিলিয়ে ডানার তান্ডবে প্রভাবে জেলার ক্ষয়ক্ষতি ব্যাপক পরিমাণে হয়েছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত চাষের জমি । ডানার প্রভাব পড়ার আগে ক্ষতিগ্রস্ত বাঁধ গুলোকে আপৎকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করানোর জন্য সেভাবে কোন প্রভাব পড়েনি, বাঁধের উপরে , তবে মরা কটাল থাকার কারণে অনেকটাই বাঁচোয়া সুন্দরবনের উপকূলবর্তী এলাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct