আসিফা লস্কর, সাগর, আপনজন: বিধ্বংসী ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়েছে সাগরদ্বীপে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাগরদ্বীপে কার্যত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ডানা । শুক্রবার সকাল থেকে শুরু হয়েছিল সাগরদ্বীপ এলাকায় ঝড়ো হাওয়ার দাপট এবং লাগাতার মুষলধারে বৃষ্টি। লাগাতার মুষলধারে বৃষ্টি এবং ঝড়ো হবার দাপটের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সাগরদ্বীপ এলাকার ধান চাষী থেকে শুরু করে শীতকালীন ফসলের চাষীরা।
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে টানা বর্ষণ হয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায়। দমকা হাওয়া জেরে ধান চাষে ব্যাপক ক্ষতিগ্রস্থ। দমকা হাওয়া জেরে মাঠে শুয়ে পড়েছে ধান গাছ। লাগাতার বৃষ্টির জেরে ফসলের গোরাতে জমেছে জল তার জেরে নষ্ট হচ্ছে ফসল। শুধু ধান চাষে নয় পান থেকে শুরু করে শীতকালীন ফসল ব্যাপক ক্ষতি। দাম বাড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে সাগরদ্বীপ এলাকার এক চাষী বাবলু দোলুই তিনি জানান, আমাদের এই ঘূর্ণিঝড় ডানার কারণে অবস্থা খুবই খারাপ। ঘূর্ণিঝড় ডানার প্রভাব কেটে গেলেও নিম্নচাপের জেরে অতিবৃষ্টির কারণে নষ্ট হয়েছে শীতকালীন ফসল থেকে শুরু করে ধানে। জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ফসলের গোড়াতে জল জমে থাকার কারণে নষ্ট হয়েছে ধান। সরকারি সাহায্যের আশ্বাসের দিকেই তাকিয়ে রয়েছি, সাগরদ্বীপ এলাকার চাষীদের এই ঘূর্ণিঝড় ডানার কারণে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি আংশিক হলেও সরকারি সাহায্য পেলে পূরণ হবে। এ বিষয়ে এক পান চাষী মমতাজুল মল্লিক তিনি জানান পান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু পান নয়, যেটুকুনি জমিতে আমি ধান চাষ করেছি সেইটুকনি জমিতেও এই দমকা হাওয়া এবং অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। সরকারি সাহায্যের দিকে চেয়ে রয়েছে সাগরদ্বীপ এলাকার বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct