সুব্রত রায়, কলকাতা, আপনজন: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও ঝড়ের কোন প্রভাব পড়ে নি এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন। তিনি বলেন,
বিগত কয়েক বছর ধরে একাধিক ঘূর্ণিঝড়ে সাক্ষী থেকেছে রাজ্য। ঠিক তেমনি সেই সমস্ত ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতাতেও আছড়ে পড়েছিল। কিন্তু এবার ‘দানা’র প্রভাব সেভাবেও পড়ল না কলকাতাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা গেলেও ঝড় কিন্তু সেই রকম ভাবে লক্ষ্য করা যায়নি।২৫ তারিখ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। এর সঙ্গে দু- এক জায়গায় অত্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে। শুক্রবার লাল সর্তকতা জারি রয়েছে যে জেলাগুলিতে সেগুলি হল :- ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে। পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, হুগলি উত্তর ,২৪ পরগনাতে রয়েছে কমলা সতর্কতা। আজকে কলকাতাতে দুর্যোগ সারাদিন থাকবে। দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। উত্তরবঙ্গতে দুই দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্তভাবে এক দুই জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোথাও কোন সতর্কতা নেই উত্তরবঙ্গে।
২৬ অক্টোবর শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কোথাও কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। উত্তরবঙ্গতে পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আশঙ্কা।২৭ অক্টোবর রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।উত্তর বঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
২৮-২৯ অক্টোবর দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে। ৩০-৩১ অক্টোবর অর্থাৎ কালী পূজার আগের দিন এবং শ্যামা পূজার দিন দক্ষিণবঙ্গ এর কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct