আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ওয়ানডে কাপে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। ১ রান তুলতেই হারিয়েছে ৮টি উইকেট। শুক্রবার পার্থের ওয়াকা গ্রাউন্ডে তাসমানিয়া-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ম্যাচে এই ঘটনাটি ঘটে। টস হেরে ব্যাটিং করা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ২ উইকেটে ৫২ রান থেকে অলআউট হয়েছে ৫৩ রানেই।
যে এক রান এসেছে সেটিও ওয়াইড থেকে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শেষ ৮ উইকেট হারায় মাত্র ২৭ বলে। দলীয় ৫৩ রান অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ান-ডে কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডও। এর আগে ২০০৩ সালে হোবার্টে তাসমানিয়ার বিপক্ষে ৫১ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ অস্ট্রেলিয়া।
তাসমানিয়ার হয়ে ওয়েবস্টার ৬টি ও স্ট্যানলেক ৩টি উইকেট নেন। ১টি উইকেট শিকার করেন টম রজার্স। ছোট লক্ষ্যটা ৭ উইকেট আর ২৪৯ বল বাকি রেখে টপকে গেছে তাসমানিয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct