আপনজন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রধান ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি পাঠিয়েছেন ৬০ জনেরও বেশি কংগ্রেসম্যান। তারা প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হয়। এই চিঠিতে শুধু ইমরান খান নন, তিনিসহ দেশটির আটক সব রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি উঠে এসেছে।
সংবাদমাধ্যম ডন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৩ অক্টোবর বাইডেনকে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে আইনপ্রণেতারা পাকিস্তানের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, চলতি বছরের নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং পিটিআই দলের সমর্থক ভোটারদের ভোটাধিকার হরণসহ বিভিন্ন অপকর্ম। তারা দাবি করেন, এই নির্বাচনে ইমরান খানের দলকে বড় আকারে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা হয় এবং বিপুলসংখ্যক রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct