আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্ট শুক্রবার দিল্লি হাইকোর্টকে ২০২০ সালের দিল্লি দাঙ্গা সম্পর্কিত ইউএপিএ মামলায় ছাত্র নেতা শারজিল ইমামের জামিনের আবেদনের দ্রুত শুনানি করতে বলেছে, যা ২০২২ সাল থেকে বিচারাধীন রয়েছে। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি এস সি শর্মার বেঞ্চ জানিয়েছে, সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে জামিনের আবেদন গ্রহণ করা হয়নি। ইমামের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ দাভে বলেন, জামিনের আবেদন ২০২২ সাল থেকে বিচারাধীন রয়েছে এবং স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বর্তমানে জামিনের জন্য আবেদন করছেন না। শীর্ষ আদালত উল্লেখ করেছে যে উচ্চ আদালতে ২৫ নভেম্বর এই মামলার শুনানি হবে। যেহেতু সংবিধানের ৩২ অনুচ্ছেদে রিট পিটিশন দাখিল করা হয়েছে, তাই তা আমলে নিতে আগ্রহী নই। তবে, ২৫ নভেম্বরের আগে যত তাড়াতাড়ি সম্ভব জামিনের আবেদনটি শুনানি করতে হবে দিল্লি হাইকোর্টকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct