আপনজন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর হাসবাইয়ার একটি হোটেলে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দফতরের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল -জাজিরা। প্রতিবেদনে জানানো হয়, নিহতদের দুইজন ক্যামেরাম্যান ও অপরজন টেকনিশিয়ান। ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের সংবাদ সংগ্রহের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন তারা। ঘুমন্ত অবস্থায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এই হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহতও হয়েছেন।
নিহতদের দুইজন আল-মায়াদিন টিভির সংবাদকর্মী। তাদের একজন ক্যামেরাম্যান ঘাসান নাজার এবং অপরজন টেকনিশিয়ান মোহাম্মদ রিদা। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
লেবাননের টিভি চ্যানেল আল -জাদেদ প্রকাশিত ভিডিওচিত্রে হামলার পর হোটেল ভবনটির ছাদ ও মেঝেগুলো ধ্বংসস্তূপে ঢেকে যেতে দেখা গেছে।
আল জাজিরার এক প্রতিবেদক বলেছেন, আমরা যারা একসঙ্গে কাজ করি প্রায় প্রতিদিনই হাসবাইয়াতে আসি। এটা খুবই গুরুতর একটি ঘটনা। ইসরায়েল কোনও সতর্কবার্তা দেয়নি। হাসবাইয়াকে কোনও উচ্ছেদ আদেশও দেওয়া হয়নি। আসলে, হামলার আগে এই শহর তুলনামূলক শান্ত ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct