নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন জমিয়েতে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফ।
জমিয়তের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন জানালেন, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের ঘোষণা ছিল রাজ্যে মাদ্রাসা শিক্ষা পর্ষদকে আর্থিক অনুদান থেকে বঞ্চিত করা তৎসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের কে শিক্ষার মূল স্রোতে থাকার জন্য স্কুলমুখী করা
যা ছিল সম্পূর্ণ সংবিধান বিরোধী । কমিশনের বক্তব্য ছিল মাদ্রাসাগুলিতে যে শিক্ষা দেয়া হয় তা নাকি সর্বাঙ্গীর নয় এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা মূল স্রোতের বাইরে আছে। আসল উদ্দেশ্য ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ভাবে শেষ করে দেওয়ার।
অথচ কমিশনের চেয়ারম্যান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ভারতবর্ষের ইতিহাসের পাতা উল্টে দেখেননি। সৈয়দ সাজ্জাদ হোসেন আরো জানালেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী হয়েছিলেন মাওলানা আবুল কালাম আজাদ যিনি মাদ্রাসার ছাত্র ছিলেন এবং তার দূরদর্শিতায় আজকে টেকনোলজিতে সারাদেশ এগিয়ে যাচ্ছে। কারণ সেদিন তিনি আইআইটির প্রবর্তক ছিলেন ভেবেছিলেন । বর্তমানে মাদ্রাসার শিক্ষার পাঠ্যক্রম মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সমান সমান আজ মাদ্রাসা পড়ুয়ারা একদিকে যেমন মাওলানা তৈরি হচ্ছে। তেমন তেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ডব্লুবিসিএস বিভিন্ন পেশাগত শিক্ষার ক্ষেত্রও নজির সৃষ্টি করে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct