অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: অবশেষে স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবিজড়িত শতাব্দী প্রাচীন মাঠের সুরক্ষায় উদ্যোগী হলো প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের প্রাণকেন্দ্রে অবস্থিত বালুরঘাট হাইস্কুল ময়দান। দেশের স্বাধীনতা আন্দোলনে বালুরঘাট হাইস্কুলের পাশাপাশি এই মাঠেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৪৭ সালে এই হাইস্কুল মাঠেই প্রথম তেরোঙ্গা উত্তোলনে স্বাধীনতার উৎসব পালিত হয়েছিল। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশ পুলিশের চোখে ফেরার সরোজ চট্টোপাধ্যায় দীর্ঘ ৫ বছর আত্মগোপন করে থাকার পর ৪৭’র ১৮ আগস্ট এই মাঠেই আত্মপ্রকাশ করেন। দীর্ঘ কয়েকদশক অবহেলায় পড়ে থাকা এই মাঠের সুরক্ষার দাবিতে জেলাবাসীর আন্দোলন বহুদিনের। অথচ দেখভালের অভাবে করুণ অবস্থা হয়েছে মাঠটির। সন্ধ্যে নামতেই সমাজ বিরোধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে যায়।
জেলাশাসক বিজিন কৃষ্ণার প্রচেষ্টায় অবশেষে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দে মাঠের চারি দিকে সীমানা গ্রীল দেওয়া হচ্ছে। গ্রীল দেওয়া হলেও সাধারণ মানুষের প্রাতঃ ও সান্ধ্য ভ্রমণে বাঁধাপ্রাপ্ত হবেন না। জেলাশাসক ও স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি বালুরঘাট বাসী। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের সীমানা প্রাচীর নির্মাণের কাজের শুভ সূচনা করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রবি প্রকাশ মিনা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা, বালুরঘাট হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুভাষ চাকি সহ আরো অনেকে।
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজন কৃষ্ণা জানান, ‘বেশ কিছু সমস্যা ছিল। সেগুলি সমাধান হয়ে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct