নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া, আপনজন: ঘূর্ণিঝড়ে “ডানা” মোকাবিলায় তৎপর হাওড়া ও গ্রামীণ জেলার ব্লক প্রশাসন।বৃহস্পতিবার হাওড়া গ্রামীণ জেলার একাধিক এলাকা সরেজমিনে খতিয়ে দেখলেন হাওড়ার জেলাশাসক ডা.পি দীপাপ প্রিয়া।সঙ্গে ছিলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। উল্লেখ্য, ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে তা আছড়ে পড়তে পারে ওড়িশার উপকূলে।ল্যান্ডফল হতে পারে ধামরা এবং ভিতরকণিকার মধ্যবর্তী কোনও স্থানে।”ডানা” ঘূর্ণিঝড়ে দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতা নিয়েছে হাওড়া পুরসভা ও গ্রামীণ জেলা প্রশাসন।হাওড়া গ্রামীণ জেলা প্রশাসন সূত্রের খবর,”ডানা”র জেরে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে প্রায় ১৮ হাজার মানুষের। তাঁদের উদ্ধার করে রাখার জন্য ৪০টি ফ্লাড শেল্টারকে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও, বাছাই করা ৫৮টি স্কুলকেও এই উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডল।প্রশাসন সূত্রের খবর,সাধারণ মানুষের প্রয়োজনে কন্ট্রোল রুম খোলা হয়েছে।উলুবেড়িয়া মহকুমাশাসক অফিসের কন্ট্রোল-রুম (০৩৩-২৬৬১-৩১৩৩)এবং উলুবেড়িয়া পুরসভার কন্ট্রোল-রুম (৮৯১০৩৯৪১৫৮)। এছাড়াও উলুবেড়িয়া-১নং ব্লক এলাকার বাসিন্দাদের জন্য (9088315840) এই নাম্বারে কন্ট্রোল-রুম এর ব্যবস্থা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct